মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামী গ্রেফতার।
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামী গ্রেফতার।
রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মিকাইল ইসলাম,খাজা মইনুদ্দিন, শাকিব, ববি, কৃষ্ণ হালদার, স্বাধীন তারিকুজ্জামান জুয়েল সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মিকাইল হোসেন মেহেরপুর শহরের মিয়া পাড়ার আব্দুল্লাহ ছেলে, খাজা মইনুদ্দিন কেশবপাড়ার সুন্নত মন্ডলের ছেলে, সাকিব নতুন পাড়ার আনারুলের ইসলামের ছেলে, ববি মিয়াপাড়ার লুৎফর রহমানের ছেলে, কৃষ্ণ হালদার হালদার পাড়ার মধু হালদারের ছেলে, স্বাধীন ফৌজদারি পাড়ার শিহাবের ছেলে, তারেকুজ্জামান জুয়েল পুরাতন বাস স্ট্যান্ডপাড়া মোশারফ হোসেনের ছেলে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চুরি ও মাদকের মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
Comments
Post a Comment