Tuesday, July 1, 2014

মেহেরপুর জেলার পর্যটন অঞ্চল/দর্শনীয় sholmary malopara

print

স্থান সমূহ
মুজিবনগর স্মৃতিসৌধ ও ঐতিহাসিক
আম্রকানন
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর
জেলার মেহেরপুর সদর থানার (বর্তমান
মুজিবনগর উপজেলা)
বৈদ্যনাথতলা গ্রামের ঐতিহাসিক
আম্রকাননে বাংলাদেশের প্রথম
অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত
হয়। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশ
বিদেশের বরেণ্য
সাংবাদিকেরা উপস্থিত থেকে স্বাধীন
বাংলাদেশ সরকার গঠনের
বিষয়টি বিশ্বব্যাপী প্রচার করেন। এ
ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের
মুক্তিযুদ্ধের নতুন প্রাণ সঞ্চার
করে এবং বাংলাদেশ সরকারের আইনানুগ
বৈধতা প্রদান করে।
ঐতিহাসিক শপথ গ্রহণের
স্থানে মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত
হয়েছে। উক্ত স্মৃতিসৌধ ও ঐতিহাসিক
আম্রকানন যেকোন পর্যটকের
দৃষ্টি আকর্ষণ করবে।
আবাসন ব্যবস্থা : মুজিবনগর মুক্তিযুদ্ধ
স্মৃতি কমপ্লেক্সে বাংলাদেশ পর্যটন
করপোর্রেশনের হোটেলে আবাসনের
সুব্যবস্থা আছে। এ
ছাড়া জেলা পরিষদের স্থাপিত
ডাকবাংলোয় ৩টি ভিআই
পি কক্ষে আবাসনের ব্যবস্থা আছে।
মেহেরপুর জেলা সদরে সার্কিট হাউজ,
পৌর হল এবং ফিনটাওয়ারসহ অন্যান্য
আবাসিক হোটেলে আবাসনের
সুব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া যায়:
মেহেরপুর জেলা সদর থেকে সড়ক
পথে আম্রকাননের দূরত্ব ১৮ কি: মি:।
বাস, স্থানীয় যান টেম্পু/লছিমন/করিমন
এর সাহায্যে ৩০ মি: সময়ে ঐতিহাসিক
আম্রকাননে পৌছানো যায়। মেহেরপুর
সদর হতে বাস ভাড়া ২৫-৩০ টাকা ।
মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স
সংক্ষিপ্ত বিবরণ : বাংলাদেশের প্রথম
অস্থায়ী সরকার এর শপথ গ্রহণের স্থান
হিসেবে মুজিবনগর
ঐতিহাসিকভাবে অত্যান্ত গুরুত্বপূর্ণ
স্থান। শপথ গ্রহণের স্মৃতিকে অম্লান
করে ধরে রাখার উদ্দেশ্যে শপথগ্রহণের
স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ
করা হয়েছে।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থানের
আরও তাৎপর্যপূর্ণ করে তোলার
লক্ষ্যে উক্ত
কমপ্লেক্সে একটি মানচিত্রের
মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন
সেক্টরকে দেখানো হয়েছে। এই
কমপ্লেক্স মুক্তিযুদ্ধের ঘটনাবলীর
স্মারক ম্যূরাল স্থাপন করা হয়েছে।
সার্বিকভাবে মুজিবনগর স্মৃতিসৌধ,
মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, ঐতিহাসিক
আম্রকানন, ঐতিহাসিক ছয় দফার রূপক
উপস্থাপনকারী ছয় ধাপের গোলাপ
বাগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক
জীবন্ত প্রদর্শন হিসাবে বিবেচিত হবার
দাবী রাখে।
মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ভিতরের
অংশে মুক্তিযুদ্ধকালীন কিছু ঐতিহাসিক
ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
স্মৃতি কমপ্লেক্সের বাইরের
অংশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের
ভাষণ, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ
এবং পাকিস্থানি বাহিনীর আত্নসমর্পণ
এর দৃশ্যসহ আরও ঐতিহাসিক ঘটনার
ভাস্কর্য স্থাপন করা হয়েছে। উক্ত
ভাস্কর্যগুলির
কয়েকটি এখানে দেওয়া হলো।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত উক্ত
ভাস্কর্যগুলি যেকোন বিদগ্ধ
পর্যটককে আকর্ষণ করবে।
মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন সেক্টরের
অবস্থান বাংলাদেশের
মানচিত্রে প্রদর্শন
করে মানচিত্রটি মুক্তিযুদ্ধ
স্মৃতি কমপ্লেক্সের অভ্যন্তরস্থ মূল
আঙ্গিনায় স্থাপন করা হয়েছে। সুদৃশ্য এ
মানচিত্রটি মুক্তযুদ্ধকালীন বিভিন্ন
সেক্টরের অবস্থান ও উল্লেখযোগ্য
ঘটনাবলী সম্পর্কিত এক প্রমাণ্যচিত্র।
আবাসন ব্যবস্থা : মুজিবনগর মুক্তিযুদ্ধ
স্মৃতি কমপ্লেক্সে বাংলাদেশ পর্যটন
করপোর্রেশনের হোটেলে আবাসনের
সুব্যবস্থা আছে। এ
ছাড়া জেলা পরিষদের স্থাপিত
ডাকবাংলোয় ৩টি ভিআই
পি কক্ষে আবাসনের ব্যবস্থা আছে।
মেহেরপুর জেলা সদরে সার্কিট হাউজ,
পৌর হল এবং ফিনটাওয়ারসহ অন্যান্য
আবাসিক হোটেলে আবাসনের
সুব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া যায়:
মেহেরপুর জেলা সদর থেকে সড়ক
পথে আম্রকাননের দূরত্ব ১৮ কি: মি:।
বাস, স্থানীয় যান টেম্পু/লছিমন/করিমন
এর সাহায্যে ৩০ মি: সময়ে ঐতিহাসিক
আম্রকাননে পৌছানো যায়। যাতায়াত
ভাড়া : মেহেরপুর সদর হতে বাস
ভাড়া ২৫-৩০ টাকা ।
মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
সংক্ষিপ্ত বিবরণ : ১৯৭১ সালে যে সব
বীর
মুক্তিযোদ্ধা এবং যাঁরা পাকিস্থানি
সৈনিদের হাতে নির্মমভাবে নিহত
হয়েছে তাঁদের স্মৃতি রক্ষার্থে মেহেরপুর
পৌর কবরস্থানের পাশে একটি স্মৃতিসৌধ
নির্মাণ করা হয়েছে। এখানে প্রতি বছর
মহান স্বাধীনতা ও বিজয়
দিবসে মাল্যদান করে তাঁদের
শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়ে থাকে।
আবাসন ব্যবস্থা : মেহেরপুর
জেলা সদরে সার্কিট হাউজ, পৌর হল,
ফিনটাওয়ার আবাসিক হোটেল,
মিতা আবাসিক হোটেল, কামাল
আবাসিক হোটেলে আবাসন
ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া যায়:
মেহেরপুর জেলা সদরে এটি অবস্থিত।
বাস টার্মিনাল হতে রিক্সা/
ভানে পৌঁছানো যায়
আমঝুপি নীলকুঠি
সংক্ষিপ্ত বিবরণ : নীল চাষ ও
নীলকরদের দীর্ঘ ইতিহাস মেহেরপুর
বুকে জড়িয়ে রেখেছে। ১৯৩৫
সালে প্রকাশিত জন ফিলিপস্- এর
নীলচাষ বিষয়ে রচিত
গ্রন্থে বলা হয়েছে যে মশিয়ে লুই
বান্নো বা বোনার্দ নামক জনৈক
ফরাসী ব্যক্তি বাংলাদেশে প্রথম নীল
চাষ শুরু করেছিলেন।
আমঝুপি নীলকুঠি ১৮১৫ সাল অথবা এরও
কিছুকাল পরে স্থাপিত হয়েছে।
আবাসন ব্যবস্থা : মেহেরপুর
জেলা সদরে সার্কিট হাউজ, পৌর হল,
ফিনটাওয়ার আবাসিক
হোটেল,মিতা আবাসিক হোটেল, কামাল
আবাসিক হোটেলে আবাসন
ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া যায়:
মেহেরপুর জেলা সদর থেকে সড়ক
পথে দূরত্ব ৭ কি: মি: । বাস, স্থানীয় যান
টেম্পু/লছিমন/করিমন এর সাহায্যে ২৫
মি:
সময়ে আমঝুপি নীলকুঠিতে পৌঁছানো যায়।
ভাটপাড়ার নীলকুঠি, সাহারবাটি
সংক্ষিপ্ত বিবরণ : ১৮৫৯ সালে স্থাপিত
ধ্বংস প্রায় এই নীলকুঠিটি ইট, চুন-
শুরকি দ্বারা নির্মাণ করা হয়।এর ছাদ
লোহার বীম ও ইটের টালি দিয়ে তৈরী।
এই কুঠির পাশ
দিয়ে বয়ে গেছে কাজলা নদী।
আবাসন ব্যবস্থা :
গাংনী পলাশীপড়া সমাজকল্যাণ
সমিতির রেস্ট হাউজে আবাসন
সুবিধা আছে।মেহেরপুর
জেলা সদরে সার্কিট হাউজ, পৌর হল,
ফিনটাওয়ার আবাসিক হোটেল,
মিতা আবাসিক হোটেল, কামাল
আবাসিক হোটেলে আবাসন
ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া যায়:
মেহেরপুর জেলা সদর থেকে সড়ক
পথে দুরত্ব ১৭ কি: মি: । বাস, স্থানীয় যান
টেম্পু/লছিমন/করিমন এর সাহায্যে ৪০মি:
সময়ে ভাটপাড়া নীলকুঠিতে পৌঁছানো
যায়।
মেহেরপুর পৌর কবর স্থান
সংক্ষিপ্ত বিবরণ : বহু বছর পূর্ব
থেকে মৃতদেহ সমাহিত করার জন্য
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক সংলগ্ন
স্থানে স্থাপিত হয় পৌর গোরস্থান।
পূর্বে পৌর গোরস্থান অরক্ষিত অবস্থায়
ছিল। উক্ত প্রাচীর কালের
আবর্তে বিলীন হয়ে গেলে ১৯৯৩
সালে পৌর মেয়র, জনাব
মোঃ মোতাছিম বিল্লাহ মতু পৌর
মেয়রের আসন অলংকৃত করার পর পৌর
পরিষদের সার্বিক সহযোগিতায় সুদর্শন
প্রাচীর নির্মাণসহ প্রাচীরের
গায়ে টাইলস্ ও পাথরের উপর
আরবী এবং বাংলা কোরআন, হাদীসের
বাণী লিখেন। এছাড়া এ কবরস্থানের
সমস্ত জায়গায় ফুলের বাগান
দ্বারা সজ্জিতকরণসহ কবর স্থানের
মধ্যে ওজুখানা ও মসজিদ নির্মাণ করেন।
আবাসন ব্যবস্থা : মেহেরপুর
জেলা সদরে সার্কিট হাউজ, পৌর হল,
ফিনটাওয়ার আবাসিক
হোটেল,মিতা আবাসিক হোটেল, কামাল
আবাসিক হোটেলে আবাসন
ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া যায়:
মেহেরপুর জেলা সদরে এটি অবস্থিত।
মেহেরপুর বাসটার্মিনাল থেকে রিক্সা/
ভানে পৌছানো যায়।
তথ্যসূত্র : জেলা তথ্যবাতায়ন
Copyright © 2014 Golden Bangladesh. All
rights reserved. Website designed and
developed by Optimo Solution

মেহেরপুর উপজেলা পরিষদের উদ্দ্যোগে অস্বচ্ছল প্রতিবন্ধীদের স্কুলে অটোবাইক প্রদান

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে অস্বচ্ছল প্রতিবন্ধীদের স্কুলে অটোবাইক প্রদান করা হয়েছে। রবিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গ...