Posts

Showing posts from 2023

মেহেরপুর উপজেলা পরিষদের উদ্দ্যোগে অস্বচ্ছল প্রতিবন্ধীদের স্কুলে অটোবাইক প্রদান

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে অস্বচ্ছল প্রতিবন্ধীদের স্কুলে অটোবাইক প্রদান করা হয়েছে। রবিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর এস কে এস অটিস্টিক প্রতিবন্ধী স্কুলকে অটো রিক্সা প্রদান করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে সদর উপজেলার পিরোজপুর এস কে এস অটিস্টিক প্রতিবন্ধী স্কুলকে অটো রিক্সা প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, পিরোজপুর এস কে এস অটিস্টিক প্রতিবন্ধী স্কুলের পরিচালক ফায়েল উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামী গ্রেফতার।

Image
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামী গ্রেফতার। রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মিকাইল ইসলাম,খাজা মইনুদ্দিন, শাকিব, ববি, কৃষ্ণ হালদার, স্বাধীন তারিকুজ্জামান জুয়েল সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মিকাইল হোসেন মেহেরপুর শহরের মিয়া পাড়ার আব্দুল্লাহ ছেলে, খাজা মইনুদ্দিন কেশবপাড়ার সুন্নত মন্ডলের ছেলে, সাকিব নতুন পাড়ার আনারুলের ইসলামের ছেলে, ববি মিয়াপাড়ার লুৎফর রহমানের ছেলে, কৃষ্ণ হালদার হালদার পাড়ার মধু হালদারের ছেলে, স্বাধীন ফৌজদারি পাড়ার শিহাবের ছেলে, তারেকুজ্জামান জুয়েল পুরাতন বাস স্ট্যান্ডপাড়া মোশারফ হোসেনের ছেলে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চুরি ও মাদকের মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Split Screens Kit 4 Split Screens Kit is a useful After Effects template that contains 22 animated frames & 22 still frame animations that you can use in your upcoming videos. It's so easy to use with 5 distinct categories to choose from including; half, thirds, quarters, ninth and mixed frames. You can even edit the colors. Save tons of time with this awesome AE template. A detailed video tutorial is included! Try it out today! Available in 4k.

Click the link