অনলাইনে টাকা আয়ের পথ Earning Money /Dollar From internet

অনলাইনে টাকা আয়ের পথ

  • Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার FacebookTwitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন?
    হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Facebook এবং Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাতে পারবেন। আপনাকে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি এই ইউরো কামাতে পারবেন। সাইটটির নাম হচ্ছে 

    Fanslave. শুধুমাত্র Like & Follow এর মাধ্যমেই আপনি দিনে ২০ মিনিটের চেয়ে কম কাজ করে .50 ইউরো আয় করতে পারবেন আপনি ১৫ ইউরো হলেই PayPal বা Alertpay এর মাধ্যমে Pay out করতে পারবেন আর আপনারা জানেন যে, ১ ইউরো সমান ১১০ টাকা তবে আর দেরি কেন?
    ***তবে আর দেরি কেন? আজই Register করে আয় শুরু করে দিন
    রেজিস্ট্রেশন পদ্ধতি:
প্রথমে এখানে ক্লিক করে http://www.fanslave.net/ref.php?ref=396020


রেজিস্ট্রেশন করুন
নিচের চিত্রগুলো অনুসরন করুন-

এখানে Name, Username, E-mail, Password সঠিকভাবে লিখুন তারপর ‘I ACCEPT. CREATE MY ACCOUNT’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন
রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি Credits 50 অর্থাত Cash 0.25 Euro বোনাস পাবেন (এখানে 2 Credit = 0.01 Euro)

রেজিস্ট্রেশনের পর নিচের ধাপ গুলো অনুসরন করুন:-
১ম ধাপ:
রেজিস্ট্রেশন করার পর আপনার Facebook এবং Twitter একাউন্টের সাথে Connect করুন। এজন্য নিচের চিত্রগুলো অনুসরন করুন-

উপরের ছবিতে দেখানো স্থানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে তারপর Go to App বাটনে ক্লিক করুন




*একই ভাবে আপনি Account Overview পৃষ্টা থেকে Twitter-এ অনুসরন করতে পারেন।



*আপনার একাউন্টটি সঠিকভাবে কানেক্ট হলে নিচের চিত্রের মত দেখাবে




উপরের ছবিতে দেখা যাচ্ছে Connected Facebook Account Twitter এর পাশে আমার নাম দেখাচ্ছে যদি এখানে আপনার নাম দেখা না যায় তবে বুঝতে হবে সঠিকভাবে কানেক্ট হয়নি সেক্ষেত্রে এখানে ক্লিক করে তা কানেক্ট করতে হবে
*এখন আপনার রেজিস্ট্রেশন পুরোপুরি শেষ হল এবার আপনি আয় করার জন্য প্রস্তুত
যেভাবে আয় করবেন:
প্রথমে Fanslave এ আপনার UsernamePassword দিয়ে Login করুন তারপর, Your Account মেনু থেকে Facebook Overview অথবা Twitter overview তে ক্লিক করুন নিচের চিত্রটি দেখুন-

তারপর নিচের চিত্রের মত একটি পেজ আসবে

উপরের চিত্রে দেখানো এগুলো একেকটি ফেসবুক ফ্যান পেজ এখানে ক্লিক করে ওপেন করে Like বা Follow করুন সবগুলো পেজ Like বা  Follow করা হয়ে গেলে Upbate বাটনে ক্লিক করুন
**মনে রাখবেন Upbate বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার একাউন্টে Cash জমা হবে না নিচের চিত্রটি দেখুন-

Update দেয়ার পর দেখবেন আপনার একাউন্টে Cash জমা হয়ে গেছে
*এভাবে প্রতিদিন ২-৩ বার একাউন্টে ঢুকে পেজ লাইক করবেন
রেফারেলের মাধ্যমে আয়:
আছে আয় করার জন্য ১৫% রেফারেল ইনকাম আপনার রেফারেল লিংকের মাধ্যমে যারা জয়েন করবে, তারা যত ইউরো আয় করবে আপনি পাবেন তার পুরো আয়ের ১৫% প্রচুর পরিমানে আয় করার জন্যে এটা একটা বড় সুযোগ নয় কি?
আমি এখানে একটি হিসাব দিচ্ছি- মনে করুন, আপনি ৫০ জনকে রেফার করলেন এবং তারা প্রত্যেকে মাসে ৩০ ইউরো করে আয় করছে তাহলে আপনার আয় দাড়াল (৫০*৩০=১৫০০)১৫% সমান ২২৫ ইউরো বা (২২৫*১১০=২৪৭৫০) ২৪৭৫০ টাকা প্রতি মাসে অতিরিক্ত আয় আপনি যদি আরও বেশি রেফার করতে পারেন, তাহলে তো আরো অনেক বেশি ইনকাম আর আপনার নিজস্য আয় তো থাকবেই এত সহজে এরকম আয় করার সুযোগ আর কোথাও কারো জানা আছে কি??????? অনেকে প্রশ্ন করতে পারেন যে, এত তারাতারি এত রিফার করব কিভাবে? আমি বলব, যেকোন ধরনের আয় করতে হলে প্রথমে কম কম আয় করে হলেও দু-এক মাস কাজ করার পর আপনি প্রচুর পরিমান আয় করতে পারবেন উল্লেখ্য, প্রথম প্রথম আপনি খুব বেশি পেজ পাবেন না তাই প্রথমে আপনি খুব বেশি আয় করতে না পারলেও কাজ চালিয়ে যান যখন আপনার Fan Rank বাড়বে সাথে সাথে আপনার আয়ও বাড়বে, প্রথমে আপনার Fan Rank 01 ( One) থাকবে, যা পরবর্তীতে 10 (Ten) পর্যন্ত বাড়বে তবে তার জন্য আপনার রেফার বাড়াতে হবে এবং Facebook এর ফ্রেন্ড সংখ্যাও বাড়াতে হবে রেফার না বাড়ালে Fan Rankও বাড়বে না, আর Fan Rank না বাড়লে আয়ও বাড়বে না সুতরাং যত বেশি রেফার তত বেশি আয়
***তবে আর দেরি কেন? আজই  রেজিস্ট্রেশন করে আয় শুরু করে দিন এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন
Fanslave থেকে অন্যান্ন সুযোগ সুবিধা: এখান থেকে আপনি উপার্জন ছাড়াও অন্যান্ন সুযোগ-সুবিধা পেতে পারেন যেমন- আপনার যদি একটি ফেসবুক ফ্যান পেজ থাকে তাহলে আপনি কিছু ক্রেডিটের বিনিময়ে আপনার পেজের লাইক বাড়িয়ে নিতে পারেন এছাড়াও রয়েছে অন্যান্ন সুযোগ-সুবিধা যা আপনি তাদের সাইট ভিসিট করলেই জানতে পারবেন
টাকা উত্তোলন:  আপনার একাউন্টে মাত্র ১৫ ইউরো হলেই আপনি তা এলার্টপে বা পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেনওহ ভাল কথা, আপনাকে টাকা তুলতে হলে payza(সাবেক Alert pay) অ্যাকাউন্ট থাকতে হবে।

Copyright@2012 By Anis Ahamed Palash
contact Address:-
E-mail: anispalash2012@gmail.com
Shell/Phone:-+8801747700280
Meherpur(7100),Bangladesh

Comments

Popular posts from this blog

About Anis Ahamed Palash Google USA TODAY - Photo app smackdown: Google, Apple or Yahoo? powered by Saturday, May 30, 2015 About Anis Ahamed Palash Meherpur Sholmary Malopara Ujolpur Kutubpur Biography Of My Personal Life CV Shah Rukh Khan From Wikipedia, the free encyclopedia Shah Rukh Khan Shah Rukh Khan in a white shirt is interacting with the media Khan at a media event for Kolkata Knight Riders in 2012 Born Shahrukh Khan 2 November 1965 (age 49)[1] New Delhi, India[2] Residence Mumbai, Maharashtra, India Occupation Actor, producer, television presenter Years active 1988–present Religion Islam Spouse(s) Gauri Khan (m. 1991) Children 3 Signature ShahRukh Khan Sgnature transparent.png Shah Rukh Khan (born Shahrukh Khan, 2 November 1965), also known as SRK, is an Indian film actor, producer and television personality. Referred to in the media as "Baadshah of Bollywood", "King of Bollywood" or "King Khan", he has appeared in more than 80 Bollywood films. Described by the Los Angeles Times as perhaps "the world's biggest movie star",[3] Khan has a significant following in Asia and the Indian diaspora worldwide. He is one of the richest actors in the world, with an estimated net worth of US$400–600 million, and his work in Bollywood has earned him numerous accolades, including 14 Filmfare Awards. Khan started his career with appearances in several television series in the late 1980s. He made his Bollywood debut in 1992 with Deewana. Early in his career, Khan was recognised for portraying villainous roles in the films Darr (1993), Baazigar (1993) and Anjaam (1994). He then rose to prominence after starring in a series of romantic films, including Dilwale Dulhania Le Jayenge (1995), Dil To Pagal Hai (1997), Kuch Kuch Hota Hai (1998) and Kabhi Khushi Kabhie Gham... (2001). He earned critical acclaim for his portrayal of an alcoholic in Devdas (2002), a NASA scientist in Swades (2004), a hockey coach in Chak De! India (2007) and a man with Asperger syndrome in My Name Is Khan (2010). Many of his films display themes of Indian national identity and connections with diaspora communities, or gender, racial, social and religious differences and grievances. For his contributions to film, the Government of India honoured him with the Padma Shri, and the Government of France awarde ** CURRICULA VITAE**